১০ টাকা কেজি চাল বিক্রির কার্যক্রম শুরু
চাঁদপুর জেলা প্রতিনিধি
: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দাসাদী বাজারে চাল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার সঞ্জিতা দাস, ডিলার নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাউছার মোল্লা, লিটন সরকার, হাফেজ খান, ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন প্রমুখ।
কল্যাণপুরে সুষ্ঠ ও সুন্দর ভাবে হতদরিদ্রদের মাঝে চাল বিক্রি করার সুবিধাভোগী কার্ডধারী ডিলারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানান। এবং এ প্রকল্পের চাল বিক্রি অব্যাহত রাখার জন্য সুবিধাভোগী কার্ডধারীরা সরকারের প্রতি অনুরোধ জানান।
ডিলার নজরুল ইসলাম জানান, সুবিধা ভোগী কার্ডধারীর মধ্যে কিছু লোক প্রবাসী এবং কিছু লোকের মৃত্যু হয়েছে। এ কার্ডগুলো উপজেলা খাদ্য অফিস তদন্ত করে নতুন করে কার্ড বন্টনের জন্য তিনি ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় উপজেলা নিবার্হী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।