আমরা কেউ নিরক্ষর থাকবো না – ওচমান গণি
হাইমচর প্রতিনিধি
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে আমরা শিক্ষার উন্নয়নে ব্যাপক কার্যক্রম পরিচালনা করে আসছি। স্কুল, কলেজ, মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছি আমরা। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকবে চাঁদপুর জেলা পরিষদ। তাদের পড়াশোনা চালিয়ে যেতে শিক্ষাবৃত্তি ও শিক্ষা অনুদান প্রদানসহ সার্বিকভাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত রাখা হবে। প্রকৃত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীরা যাতে সহযোগিতা পায় এ জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সহযোগিতা কামনা করছি। তিনি গতকাল সোমবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা অনুদানের চেক বিতরণকালে এসব কথা বলেন। এদিন হাইমচর উপজেলার ১২টি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষা অনুদানের চেক স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ এমরান, এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার মাহবুবুর রহমান, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব দত্ত, কেভিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ, মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব চন্দ্র মজুমদার, ঈশানবালা এমজেএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম মান্নাফ হোসেন, চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র বাইন, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেভিএন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও হাইমচর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি
আতিকুর রহমান পাটওয়ারী,