নিজ হাতে জাল মেরে মাছ শিকার মেয়র চাঁদপুর
শহর প্রতিনিধি
চাঁদপুর জেলা আওয়ামিলীগের সভাপতি ও পৌর সভার সুযোগ্য মেয়র এবং পুরানবাজারের কৃতি সন্তান জেলাবাসির নয়নের মনি আলহাজ্ব নাছির উদদ্দিন আহমেদ বুধ বার চাঁদপুর পুরান বাজার পানি সংরক্ষন কার্যালয়ের পুকুরে চাষ কৃত বিভিন্ন প্রজাতির মাছ জাই জাল মেরে নিজ হাতেই শিকার করেন,তখন তিনি বলেন দেশের প্রতিটি বাড়িতে একটি করে পুকুর থাকলে তাতে মাছ চাষ করে নিজেকে স্বাবলম্ভি করা যায়,