Breaking News

আপনারা পারলে আমি পারবো না কেন?’তারানা

আপনারা পারলে আমি পারবো না কেন?’তারানা

ঢাকা অফিস

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম সচিবালয় থেকে বাসায় ফিলেছেন পাবলিক বাসে। তিনি বলেছেন, এখন থেকে নিয়মিতই অফিসে বাসে যাতায়াত করবেন।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জিপিও মোড় থেকে ৬ নম্বর বাসে করে গুলশানে নিজের বাসায় রওনা হন তথ্য প্রতিমন্ত্রী। তথ্য প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পাবলিক বাসে যাতায়াতের পর এক প্রতিক্রিয়ায় তারানা হালিম বলেন, ‘পাবলিক বাসে কেন উঠতে পারব না? আজ দুপুর ১২টায় উঠলাম। পুরানা পল্টন-তেজগাঁও-গুলশান রুটের বাস। আমাকে দেখে কী যে খুশি যাত্রীরা। কেউ অবাক হয়, কেউ সেলফি তোলে। কেউ বলে অনেক গরম, পারবেন তো?’

‘আমি বললাম, আপনারা পারলে আমিও পারব। সবার সঙ্গে কথা বলা, ছবি তোলা। খুব ভালো লাগল।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ফেসবুকে একটা বাচ্চা লিখেছিল আমরা পাবলিক বাসে উঠি না কেন? উঠলাম বেটা। আর আজ থেকে প্রতিদিন অফিসে যাব পাবলিক বাসে, আর ফিরব পাবলিক বাসে। অ্যান্ড ইটস অ্যা প্রমিজ, যা আমি রাখব।’

এর আগে সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তারানা হালিম বলেন, ‘চিন্তা করেছি পাবলিক বাসে চলাচল করবো, বিআরটিএতে নয়। আমরা উঠলে যদি তারা (চালক) সচেতন হন। এটা আমরা নিজের একটা দেখার বিষয়,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD