Breaking News

উদ্ধার হওয়া ৩ বাঘের শাবক যাচ্ছে সংরক্ষিত বনে

উদ্ধার হওয়া ৩ বাঘের শাবক যাচ্ছে সংরক্ষিত বনে

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল থেকে উদ্ধার হওয়া তিনটি মেছো বাঘের শাবককে দশমিনা উপজেলার সংরক্ষিত বনে অবমুক্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিযুষ চন্দ্র দে।

তিনি জানান, দুপুরে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বাউফলে কোনো সংরক্ষিত বন না থাকায় দশমিনার সংরক্ষিত বনে শাবকগুলোকে অবমুক্ত হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বন বিভাগ।

উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত বন সংরক্ষক বেলায়েত হোসেন জানান, মেছো বাঘের শাবকগুলোর শারীরিক অবস্থা ভালো আছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রাম থেকে ওই শাবকগুলোকে উদ্ধার করা হয়। ধানদি গ্রামের সেকান্দার আলী বিশ্বাস বাড়ির বাগান পরিষ্কার করার কাজ চলছিল। এ সময় স্থানীয় যুবক মনির ওই শাবকগুলোকে দেখতে পায়। পরে কয়েকজন মিলে শাবকগুলোকে তারা ধরে ধানদী বাজারে নিয়ে আসে। যা দেখতে স্থানীয় উৎসুক লোকজন ভিড় জামায়। শাবকগুলোকে অনিরাপদ মনে করে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বনবিভাগ এগিয়ে এসে তাদের দায়িত্বে নিয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD