ছাত্রীকে অপহরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিন্টু
বরিশাল প্রতিনিধি
প্রেম প্রস্তাবে রাজি করাতে না পেরে বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চুনারচর গ্রাম থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিন্টু জমোদ্দার ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
অভিযুক্ত মিন্টু একই এলাকার মৃত মালেক জমাদ্দারের ছেলে এবং একই ওয়ার্ডের উপজেলা শ্রমিকলীগের সভাপতি কাউন্সিলর মনির জমাদ্দারের ছোট ভাই। পদ-পদবী না থাকলেও মিন্টু স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে জড়িত বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলো- মিন্টু জমাদ্দার, মোহাম্মদ আলী জমোদ্দার, শাহে আলম দেওয়ান, ইউসুফ মোল্লা, গনি জমাদ্দার, আলী জমাদ্দার, ইকবাল জমাদ্দার, আমির চৌকিদার। এছাড়া ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
স্কুলছাত্রীর মা জানান, একই এলাকায় থাকার সুবাধে এবং ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় দীর্ঘদিন ধরে মিন্টু তার মেয়েকে উত্যক্ত করে আসছিল। এ কারণে মাঝেমধ্যে তার মেয়ে স্কুলে যাওয়া থেকে বিরত থাকতো। বিষয়টি মিন্টুর ভাই কাউন্সিলর মনিরসহ তাদের আত্মীয়-স্বজনকে অবহিত করা হলেও তারা এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। তাছাড়া মেয়ের বাবা সৌদি থাকায় তার পক্ষে কঠোরভাবে কিছু করা সম্ভব ছিল না