নদী ভাংগন সৃস্টির বালু উত্তোলন বন্ধ করতে হবে সুজিত রায় নন্দি

নদী ভাংগন সৃস্টির বালু উত্তোলন বন্ধ করতে হবে সুজিত রায় নন্দি

স্টাফ রিপোটার চাঁদপুর

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, পৃথিবীর বুকে বাংলাদেশ এখন একটি উন্নয়নশীল রাষ্ট্রই নয়, একটি মর্যাদাশীল রাষ্ট্রও। আর এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বর কারণে। তিনি সততা, নিষ্ঠা, মেধা এবং শ্রম দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বের বুকে জননেত্রী শেখ হাসিনা সততার প্রতীক। তিনি শুধুমাত্র বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা রাখেন।
১৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব রামদাসদী জমাদার বাড়ি এলাকায় উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। এলাকাবাসীর উদ্যোগে আয়োজন উঠান বৈঠক হলেও ব্যাপক মানুষের উপস্থিতিতে সেটি বিরাট সমাবেশে পরিনত হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর নির্বাচনি-৩ আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের এই জনপ্রিয় এই নেতা তাঁর বক্তব্যে আরো বলেন, মেঘনায় অবৈধভাবে বালু উত্তলনের কারণে চাঁদপুর শহররক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে। তাই মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তলন বন্ধ করতে হবে। কারণ জননেত্রী শেখ হাসিনার চাঁদপুরকে স্থায়ীভাবে নদী ভাঙ্গন থেকে রক্ষায় কোটি কোটি টাকার কাজ করিয়েছেন।এলাকার নদী ভাংগন সৃস্টরি বালু উত্তোলন বন্ধ করতে হব।ে
তিনি বলেন, ৯৬ সনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই আসনে আওয়ামী লীগের কোনো এমপি না থাকার পরেও জননেত্রী শেখ হাসিনার চাঁদপুরে ব্যাপক উন্নয়ন করেছেন। নদী ভাঙ্গন থেকে চাঁদপুর রক্ষায় তখন থেকেই কাজ শুরু হয়েছে। কিন্তুর এরপরে বিএনপি ক্ষমতায় এলে স্থায়ীভাবে আর কাজ হয়নি। এজন্য নদী ভাঙ্গ প্রতিরোধে আমি নিজেও চাঁদপুর এবং ঢাকার রাজপথে আন্দোলন করেছি। পরবর্তিতে জননেত্রী শেখ হাসিনার আবারও প্রধানমন্ত্রীর হওয়ার পরে চাঁদপুরবাসী নদী ভাঙ্গন থেকে মুক্তি পেয়েছে।
সুজিত রায় নন্দী আরো বলেন, এই গ্রামে ৩ কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নেই। আমি কথা দিচ্ছি সহসাই এখানে একটি স্কুল করে দিবো। এই স্কুল করতে আমাদের মন্ত্রী-এমপি হতে হবে না। পাশাপাশি এই এলাকার রাস্তাগুলো সংস্কার সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আমি আলোচনা করবো।
আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায় সফিকুর রহমান জমাদারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনুছ জমাদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আঃ রব ভুইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আলহাজ্ব এসএম জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটওয়ারী, জাতীয় হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খান মনা, চাঁদপুর পৌর আওয়ামীলীগ সদস্য নাছির খান, সাবেক ছাত্রনেতা রাসেল মিয়াজী,ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার রোশন আলী বেপারী, আওয়ামী লীগ নেতা শাজাহান বরকান্দাজ, হারুন মাস্টার, সদর উপজেল স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শরীফ আহমেদ, উত্তম মজুমদার,জাহাঙ্গির মিয়াজী,সদর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মাসুদুর রহমান পরান,ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান,জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক তিমির নাহা, যুগলীগ নেতা জাহিদ মল্লিক,রাসেল খান, মাইনুদ্দিন খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন,জাকির গাজী, চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক কাঞ্চন লস্কর, প্রচার সম্পাদক রমজান মিজি, সদর থানা তাঁতী লীগের সভাপতি আল-আমিন বেপারীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উঠান বৈঠকের সার্বিক তত্ত্ববধায়নে ছিলেন, সফিক জমাদার ও ফারুক জমাদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD