ভন্ড কবিরাজ ধর্ষন করলো বিধবা রোগীকে

ভন্ড কবিরাজ ধর্ষন করলো বিধবা রোগীকে

বরিশাল প্রতিনিধি

বরিশালের উজিরপুরে এক ভন্ড ফকির ঝাড়ফুকের নামে মানসিক ভারসম্যহীন বিধবা মহিলাকে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মধ্য ধামুরা গ্রামের খালার বাড়ীতে আশ্রিতা বিধবাকে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় একই গ্রামের মৃত আজাহার মোল্লার ছেলে ভন্ড ফকির আকবর মোল্লা(৪৫) জোড় পূর্বক ধর্ষন করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।ভিক্টিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় শোলক ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামের রহমআলী হাওলাদারের মেয়ে আছিয়া বেগম(৩০) এর ১০ বছর পূর্বে চাচাতো ভাই ইলিয়াস হাওলাদারের সাথে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তান ভূমিষ্ট হয়। ৫ বছর পূর্বে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। গত ২ বছর পূর্বে আছিয়া বেগম তার সন্তানকে দত্তক রেখে সৌদিআরবে পারি জমান। ২৩ আগষ্ট দেশে ফিরে এসে ধামুরা গ্রামের খালা শাহানাজ বেগমের বাড়ীতে বসবাস শুরু করে। হঠাৎ শারিরিক অসুস্থতা শুরু হলে খালা শাহনাজ বিভিন্ন ডাক্তার কবিরাজের স্মরনাপন্ন হয়। কিন্তু দিনদিন তার অবস্থার অবনতি ঘটলে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরই সুযোগ নিয়ে লম্বট আকবর মোল্লা ওই বিধবাকে সুস্থ করে দেওয়ার কথা বলে ঝাড়ফুকের নামে প্রথমে গোসল করান। এরপর তার খালাকে কাঁচা হলুদ আনতে পাঠিয়ে দিয়ে বসতঘরের সামনের রুমের দরজা জানালা বন্ধ করে ওই বিধবাকে বিবস্ত্র করে জোড় পূর্বক ধর্ষন করে। কিছু সময় পড়ে খালা শাহনাজ পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকে লম্পটকে ধর্ষন করতে দেখে ডাকচিৎকার শুরু করলে ধর্ষক পালিয়ে যায়। মুহুর্তের মধ্যে এলাকার শত শত লোকজন জড়ো হয়ে ধর্ষককে খুজতে থাকে।

এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ষক পালিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকার প্রভাবশালীরা ধর্ষনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। মানসিক ভারসাম্যহীন বিধবা মহিলার খালা গরীব অসহায় হওয়ায় মামলা করতে সাহস পাচ্ছে না।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্য শিশির কুমার পাল জানান বিষয়টি জানা নেই তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এলাকাবাসী ওই ভন্ড ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD