Breaking News

ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের দখলে সরকারি হাসপাতাল

ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের দখলে সরকারি হাসপাতাল

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বিভিন্ন ঔষধ কোম্পানী প্রতিনিধিদের দৌরাত্ম দিন দিনই বেড়েই চলেছে। তাদের দৌরাত্মে বিভিন্ন ভাবে হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছে রোগীরা।
প্রতিদিনই হাসপাতালে গিয়ে সরজমিনে দেখা যায়,হাসপাতালের সামনে এবং ভেতরের বিভিন্ন চিকিৎসকের কক্ষের সামনে ঔষধ কোম্পানী প্রতিনিধিদের ভিড় লেগেই আছে। নির্দিষ্ট সময়ের বাহিরে তারা ভিজিট করে রোগীদের চিকিৎসাসেবায় বেগাত ঘটাচ্ছেন।
দেখা গেছে, যখন রোগী টিকেট কেটে চিকিৎসা সেবার জন্য চিকিৎসকের কক্ষে যান তখন দেখা যায় একাধিক প্রতিনিধি ওই কক্ষের সামনে দাঁড়িয়ে ভিড় জমিয়ে আছেন। আবার কেউ কেউ রোগীকে অপেক্ষায় রেখে তাদের ভিজিট সেরে নিচ্ছেন।
এর বাহিরে প্রতিনিয়তই চোখে পড়ে এসব প্রতিনিধিদের নানান দৃশ্য। সরকারি এ হাসপাতালটিতে যখন বিভিন্ন রোগীরা ডাক্তার দেখিয়ে টিকেট নিয়ে ফিরে যান তখন দেখাযায়,বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিরা ওইসব রোগীদের পথে দাঁড় করিয়ে তাদের হাতের টিকেট টেনেনে নিয়ে ওই টিকেটের ছবি তুলে রাখেন।
হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার চিকিৎসাসেবা প্রদান করেন। প্রায়ই দেখা গেছে বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা ওই জরুরি বিভাগের চিকিৎসকের কক্ষের সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকেন।
তাদের কারণে রোগীরা সে ভিড়ে ঠেলে কক্ষের ভেতরে প্রবেশ করতে হয়। আবার ভেতরে প্রবেশ করলেও দেখাযায় সেখানে চলছে ভিজিট। এভাবেই প্রতিদিন সরকারি এ হাসপাতালটিতে বিভিন্ন ঔষধ কোম্পানী প্রতিনিধিদের দৌরাত্ম বেড়ে চলছে। আর প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা এসব প্রতিনিধিদের দুর্ভোগ থেকে রেহাই পেতে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিবেন কিনা এমনটাই প্রশ্ন সচেতন মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD