মেয়ের গায়ে হলুদে মায়ের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে মেয়ের হলুদ সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিবি হাজেরা নামে ৪৪ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রবিবার রাত আটটার দিকে পশ্চিম মোহাম্মদনগর গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হাজেরা নূরনবীর স্ত্রী। তিনি তিন ছেলে এবং দুই মেয়ের জননী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার নূরনবীর ছোট মেয়ের বিয়ের দিন ধার্য করা হয়। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে মেয়ের হলুদের অনুষ্ঠানে বিভিন্ন কাজ করছিলেন বিবি হাজেরা। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবসত ঘরের মধ্যে থাকা একটি বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান হাজেরা।