প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তিন শিক্ষকসহ আটক ৯

ঢাকা : ঢাকা ও যশোরে পৃথক অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।

রোববার রাতে রাজধানীর ডেমরা ও যশোর থেকে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ‘পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে নয়জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে যশোর থেকে ছয়জন ও ঢাকার ডেমরা এলাকা থেকে তিন কলেজ শিক্ষককে আটক করা হয়।

তিনি আরো জানান, যশোর থেকে আটকরা পলিটেকনিক্যালের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছিলেন। আগামী ১২ আগস্ট ওই প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাদের কাছ থেকে ফাঁস করা প্রশ্নপত্রও উদ্ধার করা হয়েছে।

এছাড়া ডেমরার গোলাম মোস্তফা কলেজের পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসহ তিন কলেজ শিক্ষককে আটক করা হয়েছে। তারা এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন।

তাৎক্ষণিক আটকদের নাম জানাননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD