Breaking News

আগুনে পুড়ল সাড়ে ৩ কোটি টাকার কাপড়

শহরের কুড়িগ্রাম বাজারের কাপড়পট্টিতে আগুনে পুড়ে গেছে গুদামঘরসহ ১২টি দোকান।
বুধবার ভোর ৫টার দিকে লাগা এ আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত সাড়ে ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
কুড়িগ্রাম কাপড় ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন জানান, কুড়িগ্রাম শহরের কাপড়পট্টির আড়ং ফেব্রিক্সের পিছন দিক থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শটসার্কিট না অন্য কোনভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুরোপুরি ও ৭টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সিরাজুল ইসলাম জানান, কুড়িগ্রামের ২টি ইউনিট, উলিপুরের ২টি ইউনিট, নাগেশ্বরীর ১টি ইউনিট এবং লালমনিরহাটের ২টি ইউনিট যৌথভাবে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেনি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD