Breaking News

শাহজালালে সোয়া কোটি টাকার স্বর্ণসহ আটক ১

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস হাউজ।
রোববার রাত ১১টার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) রিয়াদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ওই যাত্রী চট্টগ্রাম থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্ল্যাইটে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার কোমরে থাকা একটি বেল্টে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ২২টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি স্বর্ণের বার ১০ তোলা করে। মোট স্বর্ণের ওজন ১ কেজি ৬০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা। তবে আটক যাত্রীর নাম জানাতে পারেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD