Breaking News

আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আজ বুধবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৫১ মিনিটে স্থানীয় এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জী।
গুরুতর শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে গত শুক্রবার সন্ধ্যায় শুভ্রা মুখার্জীকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তিনি অনেক দিন ধরেই হৃদরোগে ভুগছিলেন।
শুভ্রার বাবার বাড়ি বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে। সর্বশেষ ২০১৩ সালে প্রণব মুখার্জীর বাংলাদেশ সফরকালে শুভ্রা মুখার্জী স্বামীর সঙ্গে নড়াইলে তার পৈতৃক বাড়িতে গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD