Breaking News

দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৯৩টি শিল্প কারখানায় নতুন গ্যাস সংযোগ

ঢাকা: দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৯৩টি শিল্প কারখানায় নতুন গ্যাস সংযোগের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে ১৬২টি কারখানার গ্যাসের চাপ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। জানিয়েছে পেট্রোবাংলা সূত্র।

শিল্পে গ্যাস সংযোগ সংক্রান্ত ৬ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি বৃহস্পতিবার (২০ আগস্ট) গ্যাস সংযোগের অনুমোদন দেয়।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে ২০১১ সালের মার্চে ওই কমিটি গঠন করা হয়।

সংকটের কারণে ২০১০ সালের জুন মাসে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এরপর ২০১৩ সালের ১৭ ডিসেম্বর একদিনে ৮২টি শিল্প কারখানায় সংযোগের অনুমোদন দেওয়া হয়। নতুন এ সংযোগ ও লোড বৃদ্ধির ফলে দৈনিক প্রায় ১০ কোটি ঘনফুট চাহিদা বেড়ে যাবে বলে জানায় জ্বালানি বিভাগ সূত্র।

জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, গ্যাস সংযোগের জন্য কয়েক হাজার আবেদন জমা পড়ে আছে। এর মধ্যে যাচাই-বাছাই করে প্রায় আট শতাধিক শিল্পে গ্যাস সংযোগ দেওয়ার জন্য তালিকা করা হয়। এরমধ্যে এই ৩৫৫টি কোম্পানিকে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD