চাঁদা না দেওয়ায় আবুল হোসেন কে প্রাণ নাঁশের হুমকি দিলো আওয়ামীলীগ সম্পাদক কামরুজ্জামান মিন্টু
চাঁদপুর প্রতিনিধি
আওয়ামীলীগ সরকার চাঁদাবাজদের রাজনৈতিক করে না আর কোন চাঁদাবাজদের দলে রাখে না যাহা বার বার মাননীয় প্রধান মন্ত্রী বলেন যে আমার দলে কোন চাঁদাবজদের ঠাই নেই, তাহলে কে ত্রই কামরুজ্জামান মিন্টু কি তার পরিচয় কেনো আজ চাঁদা দাবি করলো, আর ত্রটা প্রকাশিত হবার পরেও কি আওয়ামিলীগ সরকার তাকে দলের পদমর্যাদায বহাল রাখবে আমরা যতদূর জানি তার চাঁদাবাজির ত্রহেন ঘটনার কারন টি চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদা বিষয়টি আমলে নিবেন। ত্রমনটাই দাবি ভোক্ত ভুগির,
জাননা যায চাঁদপুর জেরা সি ত্রনজি চালিত অটো রিক্সা মালিক সমিতি ১৮৭৮ নং ত্রর সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার ত্রর কাছে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু ২০ হাজার টাকা চাঁদা দাবি করলে আবুল চাঁদা দিতে অপরগতা প্রকাশ করলে সম্পাদক আবুল কে প্রাণ নাশের হুমকি প্রাধান করে বলে তিনি জীবনের নিরাপত্তার কথা ভেবে শাহরাস্তি থানায় ত্রকটি অভিযোগ দাখিল করে নিজের ব্যবহারকৃত ফেসবুক আইডিতে তাহা প্রকাশ করেন আজ সন্ধ্যার পরে তাহা আমরা আমাদের ত্রই সংবাদের সাথে হুবহু প্রকাশ করলাম
বিশ হাজার টাকা চাঁদা না দেওয়াতে মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদারকে প্রাণহানী মূলক হুমকি প্রদান করেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু।এ ব্যাপারে শাহরাস্তি মডেল থানায় ন্যায় বিচারের আশায় সাধারণ ডায়েরি করেন সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার।এমন ভাবে হয়তো অনেক জনতা থেকে চাঁদা নিয়ে আসছেন তিনি,ভয়ে মানুষ মুখ খুলতে পারছেনা।এমন লোককে নেতৃত্বে রাখলে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট হবে।এমন অসৎ লোককে কমিটি থেকে বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি কামনা করছি।