হিন্দু থেকে মুসলিম হওয়া এই মেয়েটি আজ মারা গেছেন।
চাঁদপুর প্রতিনিধি
।। চাঁদপুর শহরের তালতলা ইউনাইটেড হাসপাতালের ষষ্ঠ তলায় তার নিজ বাসায় হিন্দু থেকে মুসলিম হওয়া আমাদের পরিচিতি ফাতেমা জাহান নামে এই মেয়েটি আজ দুপুরে মারা গেছেন বলে জানা যায় । (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি) রাজিউন। মৃত্যুকালে আল-আমিন নামে ৫ বছরের এক শিশু সন্তান রেখে যান।
ঘটনার বিবরণে জানা যায় গত ৬ বছর পূর্বে সে ইসলাম ধর্ম গ্রহণ করেন, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং ইসলাম ধর্মের সকল নিয়ম কানুন মানতেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর এক মুসলিম ছেলেকে বিবাহ করেন। তার পূর্বের নাম ছিল দীপা বর্তমান নাম ফাতেমা জাহান ।
বিবাহের কিছুদিন ভালো কাটলেও পরবর্তীতে তাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয় আজ তার মৃত্যুর সংবাদ শুনে ও তার স্বামী আসেনি তার শ্বশুর জানায় আমি আমার ছেলের সাথে যোগাযোগ করেছি সে আসবে না বলে আমাকে জানিয়েছে তাই খোকন মজুমদারের উদ্দেগে পরিবারের লোকজনদের নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে তাকে চাঁদপুর পৌর কবরস্থান সমাধি করব।
আজ বাদ এশা বাস স্ট্যান্ড জামে মসজিদের সামনে জানাজা শেষে তাকে পৌর গোরস্থানে সমাধি করা হবে।