ফরিদগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
জসিম উদ্দিন,ফরিদগঞ্জঃ
৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ফরিদগঞ্জে দিনব্যাপি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২ টি কলেজ ও ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি।
ফরিদগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুনের এসময় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ পরিষদ উপজেলা ভাইসচেয়ারম্যান জি এস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, উপজেলা বিআরডিবি মাঠ কর্মকর্তা মো: কাউছার মিয়া।