ফরিদগঞ্জ মুক্তিযুদ্ধা সংসদ,উপজেলা প্রশাসন প্রেসক্লাবের মুক্ত দিবস পালন
অামান উল্যা আমানঃ-
আজ ২৫ই নভেম্বর পাক হানাদার মুক্ত ছিলাে ফরিদগঞ্জ উপজেলা। সে সুবাদে প্রতি বছরের ন্যায় ফরিদগঞ্জ মুক্তিযুদ্ধা সংসদ আয়ােজন করে পাক হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়ােজনে পুষ্পস্তবক অর্পন,বর্ণাঢ্য শােভাযাত্রা,সংসদের সাবেক কার্যালয়ে সংক্ষিপ্ত আলােচনা অনুষ্ঠিত হয়। সংসদের ডেপুটি কমান্ডার সরােয়ার আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রনাঙ্গনের বীর মুক্তিযুদ্ধা সহিদ উল্যা তফদার। এছাড়া অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,মুক্তিযুদ্ধা একেএম সরয়ার হােসেন,আব্দুসসামাদ,সফর আলী,আতিকুর রহমান,আবু তাহের পাটওয়ারী,আব্দুল কাদের ভুইয়া,তােফাজ্বল হােসেন,শহীদুজ্জামান,মােহাম্মদ উল্যা তালুকদার মুনছুর আহম্মেদ,ও ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আগামী দিনের সম্ভাব্য মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান খলিলুর রহমান। এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন ও ফরিদগঞ্জ প্রেসক্লাব ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতাস্তম্বে পুশ্পস্তবক অর্পন করে।