ফরিদগঞ্জ উপজেলায় ভাস্কর্য নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরামের প্রতিবাদ সভা
আমান উল্যা আমানঃ-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সরকারি কর্মকর্তা কর্মচারী ফোরাম ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ,থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো: মনির উজ্জামান,ত্রান কর্মকর্তা মিল্টন দস্তিদার,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে হাসিনা আক্তার,ভুমি অফিসার কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান এবং উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আ: হান্নান।