“রফিকুল ইসলাম কচি” এটা শুধু মাএ একটা নামই নয়!
লেখক আয়শা সিদ্দিকা সাংবাদিক
এই ভদ্রলোকের সাথে আমার কোন রক্তের সম্পর্ক নেই, তবুও ইনি কখনো আমার অভিভাবক , কখনো শিক্ষক ,কখনো পিতৃতুল্য বড় ভাই ,কখনো বন্ধু, আবার কখনো অনুপ্রেরণা! ভদ্রলোক আমার জন্য একটা ব্র্যান্ড ৷
তার মেধা শক্তি, কাজের দক্ষতা ,সততা ,প্রতিনিয়তই জুনিয়র হিসেবে আমাকে মুগ্ধ করে ,উনার হাত ধরেই শিখেছি কিভাবে সততা, নিষ্ঠা, ও মেধা, পরিশ্রম, দিয়ে সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কলম চালাতে হয় ৷ কিভাবে মাথা ঠান্ডা রেখে সমস্ত পরিস্থিতির মোকাবেলা করতে হয় ! তার কলম থেকে কখনো অন্যায় ভাবে কালি বিরুদ্ধে দেখিনি, আজ তার সম্মান ক্ষুন্ন করতে একটা কুচক্র মহল উঠেপড়ে লেগেছে তার বিরুদ্ধে ভিত্তিহীন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই !!!
গুরু পরিশেষে আপনাকে এটুকু বলতে চাই, সত্যিকে কখনো মিথ্যা দিয়ে দাবিয়ে রাখা যায় না ,সত্যের জয় অনিবার্য !৷
সমালোচনা তখনই হয় যখন সফলতা এগিয়ে আসে ,আপনি এগিয়ে যান আপনার নিয়মে, লড়ে যান সততা ও নিষ্ঠার সাথে আর কেউ আপনার পাশে না থাকলেও মহান আল্লাহ আপনার পাশে আছেন, মহান আল্লাহ আপনার মঙ্গল ও হেফাজত করুক আমিন !