আরমানিটোলায় অগ্নিকাণ্ড: ভবন-গোডাউন মালিকদের নামে মামলা
কাজি রাসেল ঢাকা
ঢাকার রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবন মালিক ও কেমিক্যাল গোডাউন মালিকদের নামে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) রাতে বংশাল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, মামলায় অবহেলাজনিত মৃত্যু এবং অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার অভিযোগ আনা হয়েছে। ভবন মালিক মোস্তাক আহমেদ ও গোডাউন মালিকদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
মামলায় অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ এরই মধ্যে তৎপরতা শুরু করেছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিনগত রাত সোয়া ৩টার দিকে আরমানিটোলার আরমানিয়ান স্ট্রিটের হাজী মুসা ম্যানসনে আগুনের সূত্রপাত ঘটে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় তিনঘণ্টার চেষ্টায় শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
জানা গেছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়ে বিদ্যুৎ চলে যায়।
এতে বাসিন্দারা আটকে পড়েন। ভবনটিতে ১৮টি পরিবার বসবাস করতেন। অতিরিক্ত ধোঁয়ার কারণে প্রথমে আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। আটকে পড়া অনেককেই মুমূর্ষু অবস্থায় গ্রিল কেটে, জানালা ভেঙে, ছাদের দরজা ভেঙে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। এছাড়া আরও ২১ জন বর্তমানে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছেন। তাদের মধ্যে চারজন আইসিউতে রয়েছেন, তবে কেউ এখনও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন