শাহরাস্তির সহকারী অধ্যাপক মাওঃ শাহজাহান গুরুতর অসুস্থ্য, দোয়া কামনা
হাসানুজ্জামানঃ
শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী ধর্মিয় শিক্ষা প্রতিষ্ঠান ভোলদিঘী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ শাহজাহান গুরুতর অসুস্থ্য হয়েছেন।
তিনি বর্তমানে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, তিনি বেশ ক’দিন আগে জ্বরে আক্রান্ত হয়েছেন এবং দু’দিন পর থেকেই তিনি শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হন। পরিবারের লোকজন দ্রুত তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই তিনি চিকিৎসাধিন রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে সুস্থ্যতা কামনায় মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাংখি ও দেশে-বিদেশে থাকা সকল আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।