কল্যাণপুরে জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ
এম.এম কামাল।।
নিরাপদ মাছে ভরবো দেশ-মুজিব বর্ষে বাংলাদেশ এই স্লোগানে চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যাণপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা ও আহরন নিষিদ্ধ সময়ে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
এসময় ৭৭৩ জন জেলেদের মাঝে মানবিক খাদ্য সহায়তার আওতায় ভিজিএফএ’র ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।
শনিবার সকালে ৩ নং কল্যাণপুর ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে এ খাদ্য সহায়তা হিসেবে এ চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী। এসময় উপস্থিত ছিলেন, কল্যাণপুর ১নং ওয়ার্ড মেম্বার মোঃ আঃ জলিল, ৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ ছালামত খান,
৪ নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান,
৫ নং ওয়ার্ড মেম্বার সেলিম বকাউল,
৬ নং ওয়ার্ড মেম্বার আঃ কাদির প্রধানীয়া, ৭ নং ওয়ার্ড মেম্বার আঃ মমিন বেপারী, ৯ নং ওয়ার্ড মেম্বার বাকিউল্লাহ তালুকদার, মহিলা মেম্বার রুমি বেগম, জোছনা বেগম, নাজমা বেগম , টেক অফিসার আঃ হাই প্রমূখ।
ইউনিয়নে মোট ৭৭৩ জন জেলের মাঝে ২৯ টন চাল বিতরণ করা হয়।
উল্লেখ্য জেলায় চাল কমের হার অনুযায়ী কল্যাণপুরে ৭৭৩ জন জেলের মধ্যে ৩৫ জন জেলের চাল কম পেলেও চেয়ারম্যান তার নিজ তহবিল থেকে চাল ক্রয় করিয়া ৩৫ জন জেলের মাঝেও চাল
বিতরণ করেন চেয়ারম্যান আলহাজ্ব সাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী।
জেলেরা জানান সকাল বেলা আমাদের কে চাল দেওয়ার কারনে আমরা খুশি চেয়ারম্যানের এ ভাল উদ্বেগের কারনে আমরা দীন মনজুর হিসেবে অন্য জাগায় কাজ করার সুযোগ পাই আমরা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞ।