আইসিটি প্রতিমন্ত্রীর ফোন এবং উপজেলা নির্বাহী অফিসারের রোবট পরিদর্শন
স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের আগৈলঝাড়ায় বাংলা এবং ইংরেজিসহ বিভিন্ন ভাষায় কথা বলা রোবট তৈরি করেছে কলেজ শিক্ষার্থী সুজন পাল।এমনই একটা সংবাদ বাংলা টিভিসহ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে ভাইরাল হয়।পরবর্তীতে গত শনিবার রাতে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েত আহমেদ পলক রোবট তৈরি শিক্ষার্থী সুজন পালের সাথে কথা বলে এবং সরকারি ভাবে সহয়তার আশ্বাস দেন এবং আজ বিকালে সুজনের সাথে রোবট সম্পর্কে ভিডিও কন্ফারেন্সে কথা বলার কথা রয়েছে।
এবং আজ দুপুরে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল হাশেম সুজন পালের তৈরি করা রোবট পরিদর্শন করতে তার বাড়ি গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা যান এবং সকল বিষয়ে খোজ খবর নেন।