চেয়ারম্যান রিপন মীরের বিরুদ্বে মির্থ্যা বানোয়াট সংবাদ প্রকাশের তিব্র নিন্দা

চেয়ারম্যান রিপন মীরের বিরুদ্বে মির্থ্যা বানোয়াট সংবাদ প্রকাশের তিব্র নিন্দা

(চাঁদপুর প্রতিনিধিঃ

ব্যক্তিগত সম্পত্তি সনমেয়াদী লাগানোকে কেন্দ্র করে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউপির সফল চেয়ারম্যান ও মানবতার ফেরিওয়ালার বিরুদ্ধে মির্থ্যা বানোয়াট সংবাদ প্রচার করেছে স্হানীয় তসলিম প্রধান নামে এক সংবাদ কর্মি বলে এলাকার সচেতন মহল দাবি করেছেন।

নাম প্রকাশে অনিহা জানিয়ে ইউনিয়নের কযেকজন সাধারণ ভোটার আমাদের বলেন, আসছে নির্বাচনকে ঘিরে একটি কুচক্রি মহল উন্নয়নের রুপকার চেয়ারম্যান রিপন মীরের বিরুদ্বে কতিথ এক সাংবাদিক কে দিয়ে উর্দেশ্য প্রণীত বানোয়াট বৃত্বিহীন সংবাদ একটি অন লাইন পএিকা সহ প্রিন্ট পএিকায় প্রকাশ করেছে, যাহার কোন বৃত্বি নেই, আমরা ওই প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা সহ প্রতিবাদ জানাই,

অপর দিকে আমাদের অনুসন্ধানে আক্রোশ বসত হিংসা জণীত সংবাদ প্রকাশের কিছুুটা তর্থ বেরিয়ে আসে, যেমন প্রকাশিত সংবাদের তর্থ গুলির সাথে যেইসব সঠিক তর্থ আমরা খুজে পেয়েছি তাহা তুলে ধরা হলো।

পূর্বে প্রকাশ
মতলব দক্ষিণ উপজেলার লামচরি (বালুচর) গ্রামের ভবতোশ বেপারির ছেলে কমল চন্দ্র বেপারির সাথে একই উপজেলার চারটভাঙ্গা গ্রামের রাম প্রসাদ দাসের মেয়ে মুক্তা রানী বেপারীর পারিবারিকভাবে ২০১১ সালে বিয়ে হয়। বিয়ের ৩ মাসের মাথায় তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এর মধ্যে নির্যাতন সহ্য করতে না পেরে মুক্তা রানী বেপারী তার স্বামী কমল চন্দ্র বেপারীর বিরুদ্ধে চাঁদপুর আদালতে একটি নারী ও শিশুর নির্যাতন মামলা করেন। এরই সূত্র ধরে গত ২০১৯ সালের জুন মাসে কমল চন্দ্র বেপারী তার বাবা মাকে নিয়ে স্ত্রী ও দুই সন্তানকে বাড়িতে রেখে পালিয়ে যায়।

বিগত দুই বছর ধরে মুক্তা রানীর স্বামী তার বাবা মাকে নিয়ে ঢাকা পালিয়ে গেলে মুক্তা দুই সন্তান কে নিয়ে অনাহারে অর্ধায়নে মানবেতর জীবন যাপন করতে থাকে, নিরুপায় হয়ে মুক্তা রানী ওয়ার্ড মেম্বার অঞ্জন মেম্বারেন স্বরনাপন্য হলে মেম্বার চেয়ারম্যান কে অবগতি করলে চেয়ারম্যান সরকারি ভাবে চাউল সহ সকল সুবিধা দিয়ে মুক্তার দুইটি সন্তান কে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন, এতে করে চেয়ারম্যনের মানবিক দৃষ্টি এবং কর্তব্যকে কিছু অসাধু ব্যক্তি পুজি করে অপ প্রচারে লিপ্ত হয়, একজন জন প্রতিনিধির দায়িত্ব নিজের জনগনের সুখে দুখে পাশে থেকে সেবা প্রধান করা, আর সততা ও নিষ্টার সাথে তিনি সেটাই পালন করছেন, তাহা দেখে অসাধু মহল উঠে পূড়ে লেগেছে বলে অনুসন্ধান প্রতিবেদনে উঠে আসে।

এদিকে
মুক্তা রানী বেপারীর সংসার চালাতে কষ্ট হওয়ায় শশুর ভবতোশ বেপারীর সম্পত্তি সন মেয়াদী লাগিয়ে কিছু টাকা দিয়ে সন্তানদের খরচ চালানোর চেষ্টায় শশুরের খালি থাকা কৃষি জমি আয়েত আলী নামের এক কৃষকের কাছে ৭ হাজার টাকা পোষনি
সনমেয়াদী লাগান, কিন্তু টাকা না দেবার কারনে মুক্তা নিরুপায় হয়ে মেম্বার কে বিষয়টি অবগতি করলে মেম্বার আয়েত আলীকে টাকা দেবার কথা বলেন,
আর সেটাকে পুজি করে অপপ্রচারের তীর

জনৈক সাংবাদিকের নিকট ভবতোশ বেপারি ৩নং খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপনকে জড়িয়ে একটি মিথ্যা সংবাদ নিউজ পোর্টালে প্রচার করেন, যাহার কোন বৃত্বি নেই বলে ওই সাংবাদিকের প্রকাশিত ভিডিও নিউজে প্রমাণীত হয়,
যেমন আয়াত আলী যখন এক লাখ টাকা ও চেয়ারম্যানের নাম প্রকাশ করলো ঠিক তখনি সর্তি কথাতা বললো তার স্ত্রী, তিনি বলেন মাএ ৭ হাজার টাকা, আর চেয়ারম্যান পোষনী জমি কিনবা টাকার বিষয়ে জানে না, সব কিছু জানে, নারায়ন, তার ছেলে, ও জিতু বেপারি এবং পরিমল যার ভিডিও আমরা দেখেছি এবং শুনেছি, তাহলে কি এটাই প্রমাণীত নয় কি চেয়ারম্যান রিপন মীরকে হেয়ো প্রতিপূর্ন্ন সহ ওনার মান সন্মান নষ্ট করার জন্য ওই সংবাদ কর্মি ষড়যন্তকারির প্রবাঞ্চনায় বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন। আমরা মনে করি একজন সাংবাদিক টাকার কাছে নিজেকে বিক্রি না করে সত ও নিষ্টার সাথে
দাযিত্ব পালন করে সঠিক সংবাদটা প্রকাশ করেন।

আমাদের অনুসন্ধানে মুক্তা রানীও বাদ পড়েন নি,

এ বিষয়ে মুক্তা রানী বেপারী জানান, স্থানীয় খাসচর গ্রামের আয়েত আলীর নিকট আনুমানিক ১৬ গন্ডা জমি ৭ হাজার টাকায় এক বছর মেয়াদে লাগিয়েছি। এটা আমি নিজের চিন্তা থেকে করেছি। এখানে ৩নং খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপনের কোন রকম বুদ্ধি বা সহায়তা নেই।

যেখানে বার বার মুক্তা রানী বলছেন চেয়ারম্যান জমি বা টাকার বিষয়ে কিছুই জানে না তাহলে, কথিত সাংবাদিক কাদের ইশারায় চেয়ারম্যান কে জরিয়ে মির্থ্যা সংবাদ প্রচার করছে, আর কেনই বা করছে, যিনি প্রতিটি মানুষের কাছে মহান, যিনি করোনা কালীন সময়ে নিজের জীবন বাজি রেখে ইউনিয়ন বাসির জীবন বাঁচাতে মাঠে থেকে দিবা রাএি কাজ করেছেন, এমন ও দেখা গেছে তিনি চালের বস্তা মাথায় করে বাড়ি বাড়ি পৌছে দিয়েছেন, করোনায় মৃত দেহ দাফন করেছেন, আর সেই চেয়ারম্যান কে জরিয়ে এমন প্রকাশিত সংবাদের নিন্দা জানান সাধারণ মানুষ।

মুক্তা রানী আরো বলেন
সাংবাদিক পরিচয়ে তফসিল হাসান নামে একজন আমার ও আমার সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেয়ার জন্য একটি মহলের চক্রান্তে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করেছে আমি তার বিরুদ্বে আইনের ব্যাবস্হা গ্রহন করবো, এবং তিনি সেটাই করেছেন, লিখিত অভিযোগ দাখিল করার পরে সেই সাংবাদিক আবারো একটি প্রিন্ট পএিকায় সংবাদটি প্রকাশ করেন, তাহলে এর মানে কি আমার অভিযোগের পরে তিনি প্রিন্ট পএিকায় মির্থ্যা সংবাদটি প্রকাশ করে নিজেকে বাঁচানোর জন্য এটাই কি নং, যেটা আগে করতে পারেনি সেটা অভিযোগ ডাকার জন্য করেছে বলে আমি দাবি জানাই।

অপর দিকেএবার আসল সর্তটা বেরিয়ে এলে, যেই আয়াত আলীকে ঘিরে সাংবাদিক সহ কুচক্র মহলের টান পোড়ার আগুন চেয়ারম্যানের দিকে ঠেলে দিতে চাইছে সেই আয়াত আলী এবার মুখ খুললো
আয়েত আলী বলেন , ভবতোশ বেপারির ছেলের বউ আমার বাড়িতে গেলে আমার স্ত্রীর সাথে কথা বলে জমি রাখার সিদ্ধান্ত নিলে আমি ইউপি সদস্য অঞ্জন সরকারের সাথে যোগাযোগ করলে তিনি সম্মতি দিলে আমি উক্ত জমিটি চাষ করার জন্য সন মেয়াদি রাখি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কিছুই জানে না।
তাহলে প্রতাশিত সংবাদ টি কতটা সঠিক আছে তাহার প্রমানে এটাই প্রমানীত হয় চেয়ারম্যান রিপন মীর কে হেয় প্রতিপূর্ণ করার জন একটি কুচক্র মহল উঠে পুড়ে লেগেছে।

ঠিক একই ভাবে প্রথম থেকে এ পর্যন্ত মেম্বার একই কথা বলছেন তিনি আমাদের অনুসন্ধানের সামনে এসে
ইউপি সদস্য অঞ্জন সরকার বলেন , আয়েত আলী জমি রাখার ব্যাপারে আমার সাথে যোগাযোগ করলে মুক্তার রানীর মানবেতর জীবন যাপনের কথা চিন্তা করে মানবিক কারণে জমি রাখার জন্য আয়েত আলীকে সম্মতি প্রদান করি।
এ বিষয়ে ৩নং খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন জানান, আমাকে জড়িয়ে প্রথমত একটি নিউজ পোর্টাল পরে একটি প্রিন্ট পএিকায় যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। আমি প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,
আমাদের চেয়ারম্যান কখনো আইনের বহিরভুত কোন কাজ করেন নি,আর সরকারি অনুদান আর্ত্বস্বাত করেন নি, যা বলছে তারা ষড়যন্তকারি।

দিনভর অনুসন্ধানে যাহা বেরিয়ে এসেছে আমরা তাহা প্রকাশ করেছি, প্রকাশিত তর্থ্য গুলির সাথে, প্রকাশিত সংবাদের কতটুকু মিল আছে তাহা কর্তৃ পক্ষ বলতে পারেন, তবে আমাদের অনুসন্ধানে এটাই প্রমাণীত হয়েছে চেয়ারম্যান রিপন মীরকে জরিয়ে যেই সংবাদটি প্রকাশিত করেছে কথিত সংঙবাদকর্মি তাহা আক্রস বসত এবং পরের অনুশিলন হয়ে চেয়ারম্যান কে হেনেস্তা করার জন্য,

অপর দিকে মুক্তা রনী লোক লজ্জার ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না, কথিত সাংবাদিক নিজেকে বাঁচাতে বার বার মির্থ্যা সংবাদ প্রচার করে আমার সহ চেয়ারম্যনের মান সন্মান নষ্ট করছে, আমি শংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অপপ্রচারকারি সহ অপসাংবাদিকের বিচার চাই, আমার এং আমার অসহায় সন্তানদের জন্য আইনের কাছে সঠিক বিচার পাওয়ার আশা রাখি,

আজ এখানেি প্রয়োজনে আমরা আবারো আসবো অনুসন্ধান প্রতিবেদন নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD