আর কতভাবে অনুরোধ করলে আপনারা স্বাস্থ্যবিধি মেনে বাইরে আসবেন?
ঠাকুরগাও প্রতিনিধি
আপনার মুখের পরিবর্তে আপনার শার্ট-প্যান্টের পকেটের যদি মাস্ক পরা লাগত, তাহলে এই কাঠ-ফাটা রোদে ঘুরে-পুড়ে আপনাদের বলতাম না, “মাস্ক পরুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান।”
থুতনির নিচে মাস্ক ঝুলিয়ে কি লাভ? কি বুঝাতে চান, খুব সচেতন নাগরিক আপনি? আর কত ফাঁকি দেবেন নিজেকে!
মাস্ক পরে না আসলে কোনো দোকানদার ভাই কাস্টমারকে পণ্য বিক্রি করবেন না, সেবাদাতা সেবা দেবেন না।
আমরা আজ সারাদিন আপনাদের সতর্ক করলাম।
যথেষ্ট সতর্ক করার পরও দোকানদার, সেবাদাতাসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
বাকিটা আপনাদের বিবেচনা।