শাহরাস্তিতে সাংবাদিকদের সাথে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের ইফতার সম্পন্ন
শাহরাস্তি প্রতিনিধিঃ
চাঁদপুুর জেলার শাহরাস্তিতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টুর আয়োজনে কর্মরত গণ-মাধ্যম কর্মিদের সাথে ইফতারের আয়োজন সম্পন্ন হয়েছে।
২৮এপ্রিল বুধবার উপজেলার শ্রীপুর গ্রামে প্রতিষ্ঠিত কপি পার্কে এটি অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরীসহ দলিয় আরও নেতা-কর্মি উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের আয়োজক মোঃ কামরুজ্জামান মিন্টু তাঁর বক্তব্যে, ইতোমধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ্ চৌধুরীসহ যাঁরা ইহকাল ত্যাগ করেছেন তাঁদের বিদেহী আত্মার মাগফিরাতসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের মধ্যে মৃত ব্যক্তি এবং এখন পর্যন্ত আওয়ামীলীগের যেসকল জাতীয় নেতা-কর্মি মারা গেছেন প্রত্যেকের রুহের শান্তি কামনা করেন তিনি।
এছাড়া জাতীয় সংসদের স্থানিয় সংসদসদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহদোয়ের সুস্থ্যতার সাথে নেক হায়াত কামনা করেন তিনি। বর্তমান করোনা পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য মহান আল্লাহ্ পাক রাব্বুল আলামিনের কাছে তিনি প্রার্থণা করেন।
এসময় শাহরাস্তিতে কর্মরত গণ-মাধ্যম কর্মিদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী হুমায়ুন কবির, মাসুদ রানা, ফারুক আহমেদ চৌধুরী, মোঃ মইনুল ইসলাম কাজল, আমরুজ্জামান সবুজ, হাবিবুর রহমান ভূঁইয়া, মোঃ ফয়েজ আহমেদ, নোমান হোসেন আখন্দ, মোঃ হাসানুজ্জামান, আবু ইউসুফ লিংকন, মোঃ জামাল হোসেন, রফিকুল ইসলাম পাটোয়ারী, মোঃ মহিউদ্দীন মাইনু, মোঃ জসিম উদ্দীন, মোঃ মাহবুব আলম, মোঃ সিদ্দিকুর রহমান নয়ন, আবু মুছা আল্ শিহাব, মোঃ ইমতিয়াজ ছিদ্দিকী তোহা।