চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্টিত
মোঃশরিফ হোসেন নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পুলিশ সুপার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)
আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার(সদর), অতিরিক্ত পুলিশ সুপার(হাজীগঞ্জ সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল), সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর এবং জেলার অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, রুজুকৃত মামলা সমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।