করোনার ভারতীয় ধরন পৌঁছে গেছে উগান্ডায়

করোনার ভারতীয় ধরন পৌঁছে গেছে উগান্ডায়

আন্তর্জাতিক ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে ভারতে। দেশটিতে ছড়িয়ে পড়া ভাইরাসের নতুন ধরন দ্রুত বিশ্বের অন্য দেশেও ছড়িয়ে পড়ছে।

এবার জানা গেল উগান্ডায়ও পৌঁছে গেছে করোনা ভাইরাসের ভারতীয় ধরন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

খবরে বলা হয়, উগান্ডায় করোনা ভাইরাসের ভারতীয় ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

সরকার পরিচালিত উগান্ডা ভাইরাস রিসার্চ ইনস্টিটিউট (ইউভিআরআই)-এর প্রধান পন্টিয়ানো কালেবু রয়টার্সকে বলেন, আমরা ভারতীয় ধরনে আক্রান্ত এক রোগী পেয়েছি।

তিনি আরও বলেন, আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি ভারত সফর করে দেশে ফিরেছেন।

ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ভারতে তৈরি হওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটির নাম গবেষকেরা দিয়েছেন ‘বি-ওয়ান-সিক্সসেভেনটিন’।

গত অক্টোবরে এটি প্রথম শনাক্ত হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এইচএডি/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD