বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু
বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা. তাসলিমা খাতুন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যার পৌনে ৬টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের চকসাদী গ্রামে এ ঘটনা ঘটে।
তাসলিমা ওই গ্রামের গোলাম রব্বানীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ শয়নকক্ষে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাসলিমা গুরুতর আহত হয়।
এ সময় পরিবারের অন্যান্য সদস্য ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ওই কিশোরী মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে