কুড়িগ্রামে ৩ মাদক বিক্রেতা আটক
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদক বিক্রেতাসহ দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আটকরা হলেন, কাঁঠালবাড়ী ইউনিয়নের মাদক বিক্রেতা সামিউল ইসলাম পিউল, যাত্রাপুর ইউনিয়নের পলাতক আসামি সাজু মিয়া ও কুড়িগ্রাম পৌরসভার লিটন মিয়া (৪০)।
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে গ্রেফতারদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার ভোরে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, শুক্রবার ভোরে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম ফকিরপাড়া এলাকা থেকে মাদক বিক্রেতা সামিউলকে গ্রেফতার করে। সামিউল লালমনিরহাট থানায় ২৩/১৯ ধারায় সাজাপ্রাপ্ত আসামি এবং কুড়িগ্রাম সদর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে তার নামে।
এছাড়া পৃথক অভিযানে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গারুহারা এলাকা থেকে পলাতক আসামি সাজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সাজু মিয়ার বিরুদ্ধে জিআর ৬৫৯/২০১৮ মামলায় সাজা হওয়ার পর থেকে পলাতক ছিলেন।
আর কুড়িগ্রাম পৌরসভার জলিলবিড়ি মোড় এলাকা থেকে লিটন মিয়া (৪০) নামে একজনকে ৩৪ ধারায় গ্রেফতার করা হয়েছে