টাকা ছাড়াই যে হাট থেকে বাজার করতে পারে অসহায়গণ।
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার একদল স্বপ্নবাজ তারুণ্যের সাহসী উদ্যোগে হাসি ফুটেছে অসহায়দের মুখে… গত বছরের মতো এ বছরেও ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’ এর উদ্যোগে আয়োজন করেছে ফ্রি হাটের! যে হাট থেকে টাকা ছাড়াই কেনাকাটা করা যায়! অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্যি।
শুধু কি তাই? মধ্যবিত্ত পরিবারের যারা ফ্রি হাটে এসে প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিতে লজ্জাবোধ করেন তাদের বাড়ীতে লোক চক্ষুর আড়ালে পৌঁছে দেওয়ার সুব্যবস্থাও করেছে সংগঠনটি।
এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই।