দ্বীন ইসলাম মেম্বারের মৃত্যুতে আবুল হোসেনের শোক
শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুর জেলা সি এনজি চালিত অটো রিক্সা মালিক সমিতির উপদেষ্টা ও শাহরাস্তি উপজেলার সেনগাঁও চৌকিদার বাড়ি নিবাসী মোঃ দ্বীন ইসলাম মেম্বার আজ দুপুর ১.০০ ১০ঘটিকার সময় উনার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ” ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন”।
মরহুমের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন জেলা সি এনজি মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার, একই সাথে তিনি মরহুমের পরিবার বর্গদের সমবেদনা জানিয়েছেন।
মরহুমের মৃত্যুতে নিজ বাড়িতে শোকের মাতম দেখা যায়, মিত্যু কালে তিনি স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি সহ বহু আত্বিয় স্বজন রেখে জান,
আজ রাত ৯ টার সময় নিজ বাড়িতে মরহুমের নামাজে র জানায অনুষ্ঠিত হবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং উনার পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করে
সকলের কাছে উনার জন্য দোয়া চেয়েছেন আবুল হোসেন মহান আল্লাহ্ তায়লা যেন উনাকে জান্নাত দান করেন,আমিন।