গাজীপুর ৩৭নং ওয়ার্ড মাদক সন্ত্রাস কিশোর গ্যাং নারীর প্রতি ভায়লেন্স বিরোধী সমাবেশ সিসি ক্যামেরা স্থাপন।
তানজিলা ইসলামঃ
গাজীপুর সিটি কর্পোরেশন ৩৭নং ওয়ার্ড মাদক, সন্ত্রাস, কিশোরগং ও নারীর প্রতি ডিজিটাল ভায়লেন্স বিরোধী সমাবেশ এবং ডিজিটাল সার্ভিলেন্স সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলালের সভাপতিত্বে এবং গাছা থানা সহকারী অফিসার ইনচার্জ মোশারফ হোসেনের পরিচালনায় সিসি ক্যামেরা স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ মো: ইলতুৎমিশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার হাসিবুল আলম, সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক, গাছা থানা অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ¦ মো: শহীদউল্লাহ, শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীব কুমার মিত্র, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন তন্বয়, ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ, কোনাবাড়ী শাখার পূবালী ব্যাংকের ম্যানেজার মোতালিব হোসেন, আওয়ামীলীগ নেতা ফরিদ আহমেদ শরীফ, হাজী শহীদুজ্জামান সুমন, যুবলীগ নেতা মিজানুর রহমান, মো: আলী মিয়া, নূরে আলম, আবু হানিফ প্রমুখ।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন ৩৭নং ওয়ার্ডের ইতিপূর্বে কয়েকটি ঘটনা ঘটে যাওয়ায় গাছা থানা পুলিশের সহযোগিতায়, স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল উদ্যোগ নিয়ে ৩৭নং ওয়ার্ডে বিভিন্ন পাড়া মহল্লায় ইতিপূর্বে ৩৮৪টি সিসি ক্যামেরা স্থাপন করতে সক্ষম হয়েছে। এছাড়াও ৩৭নং ওয়ার্ডে ৫৫টি বাড়িতে ও দোকানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যা দিয়ে ভবিষ্যতে সন্ত্রাস, মাদক, কিশোরগং ও নারীর প্রতি ডিজিটাল ভায়লেন্স দূরকরতে সক্ষম হবে বলে এলাকাবাসী মনে করেন।
এব্যাপারে সাইফুল ইসলাম দুলাল বলেন, আগামী এক মাসের ভিতরে ৩৭নং ওয়ার্ডে ৫শ’টি মনিটরের মাধ্যমে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে তিনি জানান।