চাঁদপুর ভোক্তা অধিকারের অভিযানে মতলবে সাত দোকানিকে জরিমানা আদায়
মতলব দক্ষিন প্রতিনিধি
বিশেষ সেবা সপ্তাহ ২০২১ ৫ম দিন চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকিঃ ০৫ মে ২০২১ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন -এর নেতৃত্বে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার ও মতলব বাজার এলাকায় বাজার তদারকি করা হয়। এ সময়ে ভোক্তা অধিকার বিরোধী কাজ করার অপরাধে ০৭ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থায় ১৫,৫০০/-জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। বিশেষ সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়,সেবা সপ্তাহের লিফলেট বিতরণ করা হয়,জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকালয়ে ব্যানার লাগানো হয়,হ্যান্ডমাইক ব্যবহার করে ভোক্তা অধিদপ্তর এর সেবা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রচার করা হয় এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার নির্দেশনা দেয়া হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে