চাঁদপুরে সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতির উপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন
জসিম। উদ্দিন মিলন
চাঁদপুরে সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী শাহরিয়ার ওমর ফারুকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলা অটো রিক্সা (সিএনজি), অটো টেম্পু, মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সিকার পরিবহন শ্রমিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬মে’২১খ্রিঃ) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহসড়কের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, গত ৪ মে’২১ খ্রিঃ (মঙ্গলবার) দুপুর দেড়টায় শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় সন্ত্রাসী কুত্তা রুবেল, ইয়াবা রিপন ও ভূট্টুমাল কাজী শাহরিয়ার ওমর ফারুকের ওপর অতর্কিত হামলা চালায়। তারই প্রেক্ষিতে মানববন্ধনের ডাক দেয় জেলা অটো রিক্সা (সিএনজি), অটো টেম্পু, মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সিকার পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অটো রিক্সা (সিএনজি), অটো টেম্পু, মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সিকার পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি শফিক গাজী, সহ সভাপতি ইকবাল পাটোয়ারী, প্রচার সম্পাদক তাইজুদ্দিন ও মতলব দক্ষিণ ইউনিয়নের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমুখ। এসময় বক্তরা বলেন, অভিলম্বে চাঁদপুর জেলা অটো রিক্সা (সিএনজি), অটো টেম্পু, মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সিকার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী শাহরিয়ার ওমর ফারুকের উপর সন্ত্রাসী হামলাকারী ওই সন্ত্রাসী কুত্তা রুবেল, ইয়াবা রিপন ও ভূট্টুমালকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।