শাহরাস্তিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে প্রবাসী মানব কল্যাণ সংস্থা
হাসানুজ্জামানঃ
শাহরাস্তিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে প্রবাসী মানব কল্যাণ সংস্থা।
৭ মে শুক্রবার বিকেল ৪টায় সংস্থার শাহরাস্তি বাজার কার্যালয়ে এই ঈদ সামগ্রী অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার রায়শ্রী উত্তর ও মেহার উত্তর ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামের অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী হিসেবে সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন জিনিস বিতরণ করা হয়েছে।
সংস্থার সভাপতি দ্বীন মোহাম্মদ মাস্টারের উদ্বোধনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হাবিব উল্লাহ, সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক, মেহার উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ খোকন, সদস্য মোঃ শাহ আলম, মোহাম্মদ আলী, মোঃ শাহাব উদ্দিন, আবদুল্লাহ্ আল কাওসার, মোঃ আবদুল হান্নান ও মোঃ ফারুক হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিল শেষে শাহরাস্তি উপজেলাবাসিকে প্রাণঘাতি করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে মহান আল্লার নিকট ক্ষমা চেয়ে দোয়া করা হয়।