আমরা তিন দিনের ছুটি মানিনা পোশাক শ্রমিকদের বিক্ষোভ
কাজি রাসেল ঢাকা
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ আজ শনিবার তারা তিন দিনের ছুটি মানে না
রাজধানীর মিরপুরে পবিত্র ঈদুল-ফিতরের ছুটি বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (৮ মে) সকাল ১০টার দিকে তারা বিক্ষোভ করেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, সকালে মিরপুর-১১ ও ১৪ এলাকায় শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারাখানার শ্রমিকরা।
তিনি আরও জানান, পোশাকশ্রমিকদের দাবি, ঈদের ছুটি বাড়াতে হবে যার কারনে তারা বিক্ষোভ করছে।