শাহরাস্তিতে চাঁদা দাবির অভিযোগে বাদির আদালতে মামলা দায়ের
শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুর জেলার শাহরাস্তিতে নিজের জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে চাঁদাবাজরা মোটা অংকের টাকা চাঁদা দাবি করায় চাঁদপুর আদালতে মামলা দায়ের করেছেন অসহায় ভোক্ত ভুগি পরিবার,
মামলার কপি সুএে দেখা যায়, চলতি মাসের ১ তারিখে বাদী মোঃ শাহরিয়ার ইসলাম ২২, পিতা মৃত ফকরুল ইসলাম। সাং শাহাপুর কারি বাড়ি, মেহের উত্তর ইউনিযন শাহরাস্তি চাঁদপুর, বাদী নিজের পএিক জমির উপর ঘর তোলার সময়, বিবাদী ১ গোপাল ৩৫ পিতা মৃত বিশ্বেশর চন্দ্র দাস,২ মোঃ কবির হোসেন, পিতা মোঃ আব্দুল মমিন, ৩ রাখাল পিতা মৃত বিশেস্বর চন্দ্র দাস, ৪ প্রদীপ পিতা ওই, ৫, দুলাল চন্দ্র দাস পিতা মৃত পানেশ্বর চন্দ্র দাস, ৬ বিজয় চন্দ্র দাস, পিতা মৃত বুগেশ্বর চন্দ্র দাস, সহ আরো কয়েকজন মিলে লাঠি চোটা নিয়ে শহারিয়ার এর শ্রমিকদের উপর হামলা চালায়, তখন শাহরিয়ার ও তা মা হামলাকারিদের বাধা দিলে বলে জমির উপর কোন ঘর করতে পারবে না, তাদের মধ্যে কথা কাটাকাটি হলে বিবাদীরা বাদীকে বেদম পহর করে গুরুতর আহত করে, বলে তোরা যদি ঘর উঠাম তাহলে পাঁচ লাখ টাকা আমাদের চাঁদা দিতে হবে, আর যদি চাঁদা না দিস তাহলে ঘর করতে পারবি না, এবং আমাদের কথার বাহিরে ঘর করলে প্রাণে বাঁচবি না বলে হামলা কারি আসামিরা চলে যায়,
পরে আহত পিতা হারা অসহায় শাহরিয়ার জীবনের নিরাপত্বার কথা চিন্তা করে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ করেন, অভিযোগের পরে পুুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে আসার পরে হামলা কারি ভূমি দস্যুরা আরো ক্ষিপ্ত হয়ে শাহরিয়ার কে নানাহ ধরনেন হুমকি ধমকি দিয়ে আসছে, এবং এলাকার একটি বিশেষ মহলকে সাথে নিয়ে ভুমি দস্যুরা বাদী পক্ষের মৃত পিতার জমি দখল করার পায়তারা করছে বলে অসহায় শাহরিয়ার বলেন, যার কারনে বৃহস্পতি বার নিরুপায় হয়ে বাদী সন্দ্রাসী ভুমি দস্যুদের বিরুদ্বে চাঁদপুর আদালতে এত ধারা ৩২৩/৩৮৫/৫০৬/দন্ড বিধি মামলা করেন,
এদিকে আরো জানা যায় বিবাদী পক্ষ দীর্ঘ কয়েক বছর জোর পূর্বক শাহরিয়ার এর জমির উপর দিয়ে যাতায়ত করে আসছে, সেটাতে তাদের বাধা প্রধান করলে তারা ক্ষিপ্ত হয়ে শাহরিয়ারের জমি দখন করতে কু চক্র মহল সহ একটি বিশেষ মহলকে নিয়ে তাদের জমি দখন করার পরিকল্পনা করছে বলে বাদী জানান, বর্তমানে বাদী নিজ বাড়িতে বিধবা মাকে নিয়ে বসবাস করতে জীবনের নিরাপত্বা নেই, যার কারনে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছে এবং সঠিক বিচারের দাবি জানাস ভোক্ত ভূগি পরিবার।