বরিশালের গৌরনদী উপজেলায় আপনজন’ কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ!
বরিশাল প্রতিনিধি
মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত অসচ্ছ্বল দরিদ্র ও রোজাদার পরিবারসহ সকল ধর্ম -বর্ণের ৫৫০ পরিবারের মধ্যে ‘আপনজন’ কর্তৃক খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির আওতায় ৯ মে রবিবার সকাল ১০:০০ টায় শহীদ সুকান্ত আব্দুল্লাহ সড়ক (বড়দুলালী),
বার্থী, গৌরনদী, বরিশালে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আপনজন’ কর্তৃক বর্ণিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিপিপি’র পরিচালক (অপারেশন) মোঃ নূর ইসলাম খান অসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জনাব বিপিন চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আফজাল হোসেন, অফিসার ইনচার্জ গৌরনদী মডেল থানা ও কাজী আব্দুস সালাম, অধ্যক্ষ বার্থী ডিগ্রী কলেজ। আরো উপস্থিত ছিলেন এলাকার চেয়ারম্যান,মেম্বার, গণ্য – মান্য সুধিজন, স্বেচ্ছাসেবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রতি পরিবারে চাল -৫ কেজি, ডাল- ১কেজি,আলু – ২ কেজি, লবন- ১কেজি, চিনি – ১কেজি, লাচ্ছা সেমাই- ১ প্যাকেট প্রদান করা হয়।