হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে পালাতক ৭ আসামি আটক
হাজীগঞ্জ প্রতিনিধি
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ এর নির্দেশে চলছে ঝটিকা অভিযানে, অভিযানে থানার চৌকশ এস আই গনরা বিভিন্ন মামলার পলাতক আসামিদের আটক করছে, তারই আলোতে থানা এলাকার মোট সাতজন জি আর ও সি আর মামলার পলাতক আসামিকে আটক করেছে, যার মধ্যে জিআর ১৭/১৮ এর আসামী ১। নুরুল ইসলাম, ২/ বাচ্চু মিয়া, ৩। নোয়াব আলী সর্ব পিতাঃ মৃত আঃ হামিদ মোল্লা, সাং দঃ শ্রীপুর, ৪। সি আর ৩১১/২০ এর আসামী গিয়াস উদ্দিন, পিতা সাহাব উদ্দিন, সাং টঙ্গির পাড়, ৫। সি আর -৫৮/২১ এর আসামী আঃ জলিল, পিতা-মৃত নুরু বেপারী, সাং-গন্ধব্যপুর হাজীগঞ্জ, ৬। শেখ ফরহাদ হোসেন দুলাল, পিতা-মৃত শেখ জামাল হোসেন, গ্রাম-মৈশামুড়া, ৭। মোঃ নুরুজ্জামান (৩৫), পিতা-আব্দুল খালেক, গ্রাম- পাতানিশ, থানা হাজিগঞ্জ, জেলা-চাঁদপুর আটক কৃত আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।
এদিকে ওসি হারুন বলেন আমি দায়িত্ব পালন অবস্হায় আইনের ফাক জোক দিয়ে কেউ পালিযে থাকতে পারবে না, আমরা সকল অপরাধিকে সাজা দেবার ব্যবস্হা করবো, তাছারা আমাদের এই অভিযান চলমান রেখে অপরাধ মুক্ত হাজীগঞ্জ গড়ে তুলবো