আঁকাশে ঈদের চাঁদ দেখা যায়নি
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) অধীনে চাঁদ দেখা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১২ মে বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরের মোলহেডে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে ও ইফার উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস ও মোঃ হেলাল হোসাইন, কাউন্সিলর মোঃ সফিকুল ইসলাম, জেলা জাাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সালাম, ইন্সপেক্টর কাজী নুর উদ্দিন, চাঁদপুর আবহাওয়া কর্মকর্তা শাহ মোঃ শোয়েব, জেলা তথ্য অফিসার মোঃ মনির হোসেন, ইফার ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন, জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী।
ইফার উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান জানান, চাঁদপুরের কোথায়ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা ঢাকা ইসলামী ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চাঁদ দেখা যায়নি মর্মে রিপোর্ট করেছি। দেশের অন্য কোথাও চাঁদ দেখা গেলে কাল বৃহস্পতিবার ঈদ হবে। নতুবা শুক্রবারে বাংলাদেশে ঈদ উদযাপন হবে।