শাহরাস্তি ওসি এম,এ,মান্নানের এর সহযোগিতায় হারিয়ে যাওয়া রবিউলকে খুজে পেলেন পরিবার বর্গ
জসিম উদ্দিন মিলন, এল,এলবি
মোঃ রবিউল ইসলাম পিতা মোহাম্মদ রেজুয়ান
গ্রাম লাকামতা,পোঃ সূচীপাড়া,থানা শাহরাস্তি,জেলা, চাঁদপুর।
উক্ত ব্যক্তি গত ১০/৫/২১ ইং তারিখে কাউকে না বলে নিজ বাড়ী হইতে বেরিয়ে কোথায় যেন চলে যায়, এমতাবস্হায় শাহরাস্তি মডেল থানায় একটি জি ডি করা হয়, জিডি নং ৪৪১,
উক্ত জি ডির অনুকুলে শাহরাস্তির ওসি এম,এ,মান্নান ছেলেটিকে খুজে পাওয়ার জন্য জোরালো অনুসন্ধান চালান, পরিশেষে হারিয়ে যাওয়া ছেলেটিকে খুজে পাওয়ায় ওসি এম,এ,মান্নাকে আন্তরিক ধন্যাবাদ ও মোবারকবাদ জানান চাঁদপুর জজ কোর্টের এ্যাপেয়ারেন্টিক এডভোকেট,, সোনালি চাঁদপুর নিউজ ডট কম এর ব্যস্হাপনা সম্পাদক, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি চাঁদপুর জেলার সুযোগ্য সেক্রেটারি জসিম উদ্দিন মিলন এল,এল,বি।
বিঃদ্রঃ হারিয়ে যাওয়া জিডি প্রত্যাহারের জিডি নং ৪৬২