জেলা প্রশাসক অঞ্জনা মজলিস এর ঈদের শুভেচ্ছা
নিউজ ডেক্স
“ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ,
আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ,”
আমাদের মাঝে বছর ঘুরে আবার এলো ঈদ। একমাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর সমগ্র পৃথিবীর মুসলিম মিল্লাতের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে।
আজ বৈশ্বিক মহামারি সমগ্র পৃথিবীকে বিপর্যস্ত করে তুলেছে। সেই প্রাণঘাতি মাহামারি থেকে পরিত্রানের জন্য আমরা মহান আল্লাহর কাছে মাথা নত করছি। আল্লাহ যেন খুব দ্রুতই এই মহামারি থেকে মানব জাতিকে মুক্তি দেন।
চাঁদপুর জেলা প্রশাসক ও প্রশাসনের পক্ষ থেকে সকল কর্মকর্তা সহ জেলা বাসির প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা। ও ঈদ মোবারক।
করোনা কালীন এ সময় স্বাস্হ্য বিধি ও সামাজিক দূুরত্ব বজায় রেখে সকলে ঈদ উদযাপন করার আহবান করছি, আল্লাহ তায়ালা সকলকে সুুস্হ্য রাখুন।
এই প্রত্যাশা রেখে আবারও পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে আনন্দ উপভোগ করবো ইনশাআল্লাহ। এই হুউক আমাদের অঙ্গিকার।
শুভেচ্ছান্তে
অঞ্জনা মজলিস খাঁন
জেলা প্রশাসক
চাঁদপুর জেলা চাঁদপুর