নারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন।
নিজস্ব প্রতিনিধি মতলব
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক দুই বারের সফল সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। বিগত দুই বছর যাবৎ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যুদ্ধ করে চলেছে তার জীবন।এক সময়ের তুখোড় এ রাজনৈতিক নেতা দলের জন্য সম্পদ বিক্রি করে রাজনীতি করেছেন বহু মামলা হামলার শিকার হয়েছেন, অথচ আজ নিজের চিকিৎসা সেবা নেওয়ার জন্য তার কিছুই নেই। দীর্ঘ দুই বছর যাবৎ বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন। আজ জেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান লিটন সিরাজুল ইসলাম বকাউলের অসুস্থতার খবর পেয়ে ছুটে যান, নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের প্রবীণ এই আওয়ামী লীগ নেতার বাড়ি । সেখানে গিয়ে তার সাথে দেখা করেন তার শারীরিক ও পরিবারের খোঁজখবর নেন সিরাজুল ইসলাম বকাউল দলীয় নেতা-কর্মীদের দেখে আনন্দে আত্মহারা । চোখের পানি ধরে রাখতে পারেননি ,কান্নাজড়িত কণ্ঠে বলেন গত দুই বছর যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঘরে পড়ে আছি। আজকেই প্রথম অঙ্গসংগঠনের কেউ আমাকে দেখতে এসেছেন। আপনাদের দেখাবো কখনো কল্পনা ও করতে পারিনি , কারন আমি অসুস্থ হওয়ার পর থেকে দলের কাছে বিভিন্ন মাধ্যমে লোক পাঠিয়ে সাহায্যের আবেদন করেছি। কিন্তু দুর্ভাগ্য আমার দল থেকে কোন আর্থিক বা সান্তনা মূলক কোন সহযোগিতা পাইনি। সারা জীবন জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের আদর্শ কে ভালো বেসে রাজনীতি করতে গিয়ে নিজের ও পরিবারের কথা চিন্তাও করিনি। নিজের জমি জমা বিক্রয় করে বহু মামলা হামলার শিকার হুমকি ধমকি সহ্য করে জীবনের সব কিছু বিসর্জন দিয়ে রাজনীতি করেছি। অথচ আজ আমার রাজনৈতিক কোন সহযোদ্ধা ,ওয়ার্ড , ইউনিয়ন,বা উপজেলার পর্যায়ের কেউ সহযোগিতা দুরের কথা খবর পর্যন্ত নেয়নি। আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম বকাউলের রাজনৈতিক জীবন ও বর্তমান অবস্থার কথা শুনে হতবাক। এক পর্যায়ে কামরুজ্জামান লিটন বলেন সিরাজ ভাই আমি আপনার সাথে আছি । আপনার বর্তমান অবস্থার কথা দলের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলবো। দল হয়তো আপনার অবস্থান সম্পর্কে অবহিত নয়। আমারা আপনার রাজনৈতিক তৎপরতা খুব কাছে থেকে দেখেছি। এসময় কামরুজ্জামান লিটনের সাথে ছিলেন। নারায়নপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী এম. রেজোয়ান বাদল, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাইনুল হোসেন মিয়াজী,খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, নারায়ণপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন হাজারী , নারায়ণপুর পৌর সভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ খান,নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কালাম,পৌকোশলী ফারুক সরকার প্রমুখ।