শাহরাস্তিতে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানব-বন্ধন করেছে মুসল্লিরা

শাহরাস্তিতে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানব-বন্ধন করেছে মুসল্লিরা

বিশেষ প্রতিনিধিঃ

শাহরাস্তিতে ইসরাইলের বর্বরোচিত হামলা, নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবিতে এক মানব বন্ধন করেছে শ্রীপুর জামে মসজিদের মুসল্লিবৃন্দ। মানব-বন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
গত ২১ মে শুক্রবার বাদ জুমা হযরত শাহরাস্তি বোগদাদী (রহঃ) এর মাজার প্রাঙ্গনে মসজিদ কমিটির আয়োজনে এটি অনুষ্টিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর জামে মসজিদের খতিব প্রখ্যাত আলেম-ই-দ্বীন হযরত মাওলানা মুফতি মোঃ মোতাহের হোসেন নক্সবন্ধী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মাসজিদুল আসকায় নামাজরত মুসল্লিদের হত্যা ও ফিলিস্তিনদের উপর বর্বরোচিত হামলা এবং মুসলিম নিধন কখনও মেনে নেয়া হবে না। মুসলিম জাহানের মুসলমানেরা জেগে উঠলে ইসরাইলের মত দেশকে তলিয়ে দেয়া সম্ভব। তিনি এঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জাতিসংঘে প্রতিবাদ ও নিন্দা জানানোর অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD