সাবেক শ্রমিক নেতা রিপন কে আটক করেছে পুলিশ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলা সি ত্রন জি সাবেক শ্রমিক নেতা ইয়াবাখোর মো রিপন হোসেন বেপারি কে আটক করেছে নঁতুন বাজার পুলিশ পাড়ি ।
নঁতুন বাজার পুলিশ ফাঁড়ির ত্রস আই ইসমাইল হোসেন জানান, চাঁদপুর জেলা সি ত্রন জি চালিত অটো রিক্সা, টেক্সি কার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ত্রর সভাপতি কাজি শাহরিয়ার হোসেন ওমর ফারুকের দায়ের কৃত সন্ত্রাসী হামলা ও হত্যার চেষ্টায় গত মে ২২ তারিখ রিপন কে ২ নং আসামি করে মোট তিন জনের নাম তালিকা করে বাদী মামলা দায়ের করেন, তার আলোতে আজ সকাল ১০ টার সময় শহরের কালি বাড়ি ফ্লাট ফর্মে থেকে পুলিশ তাকে আটক করেছেন বলে। ত্রদিকে রিপনের বিরুদ্বে আর কোন মামলা আছে কিনা তাহা তদন্ত করে দেখছেন।
ত্রদিকে রিপনের আটকের পরে শ্রমিকদের মাঝে নানাহ কথা বেরিয়ে আসছে, জানা যায় রিপন ইয়াবা খোর ও ইয়াবা ব্যবসায়িদের সাথে আতাত রয়েছে, যার কারনে রিপনের মাদক সেবনের ছবি পাওয়া যায়, তার বিরুদ্বে স্বরাষ্ট মন্ত্রনালয় কৃত তালিকা রয়েছে। কিন্তু তাকে পুলিশ গ্রেফতার করেনি, আরো জানা যায় রিপন পূর্বে শ্রমিক ইউনিয়নের কখনো সভাপতি, কখনো সাধারণ সম্পাদক থাকা কালিন শ্রমিকদের কোটি টাকার আর্তসাত করেছে, ত্রছারা বর্তমান কমিটি নিয়ে নিজে সভাপতি দাবিদার করে নানাহ ভাবে নিজেকে জাহির করছে, তাছারা বি আর টিতে সে দালালি করে নিরহ সি ত্রন জি শ্রমিক ও মালিকদের সাথে প্রতারনা করে আসছে,
অপর দিকে হামলা কারি রিপন আটক হলে ও সে সময় তিন নং আসামি পুলিশ দেখে দৌরে পালিয়ে যাঢয আরো দুইজন আসামি ত্রখনো পলাতক রয়েছে, তাদের আটক করতে ২৫০৩ ত্রর কর্মকর্তা সহ সদস্যগনরা তাদের আটক করার দাবি জানান।