ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় চাঁদপুরে দুর্যোগ কমিটির জরুরি সভা
জসিম উদ্দিন মিলন
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ সম্ভাব্য মোকাবেলা করার লক্ষে চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে কমিটির সদস্যরা এই সভায় যুক্ত হন। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী রিফাত জামিল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈ পাটওয়াী দুলাল, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকি, জেলা শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন পাটওয়ারী, স্কাউডের জেলা সম্পাদক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি ও কমিটির সদস্য গোলাম কিবরিয়া জীবনসহ সভায় কৃষি, খাদ্য, বিদ্যুত, জনস্বাস্থ্য, পানি উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, মৎস্য,স্কাউট, সকল এনজিও, স্বাস্থ্য, শিক্ষা, এাণ, ফায়ার সার্ভিসসহ সকল উপজেলার ভিবাগীয় উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন।
সভায় জানানো হয়, চাঁদপুরে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য জরুরি ভিত্তিতে নগদ ২ কোটি ৫৯ লাখ ৫শত টাকা, ১০২ মেট্রিক টন চাল, ১৭২ ব্যান্ডেল টিন, শিশুখাদ্য ও গো-খাদ্যের ১৮ লাখ টাকা মজুদ রাখা হয়েছে।
এ ছাড়া জেলার ৮টি উপজেলায় ৩২৫ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে। জেলা প্রশাসকের কার্যালয় ও প্রতিটি উপজেলায় জরুরি নিয়ন্ত্রন কক্ষ খোলা হয়েছে।
চাঁদপুর জেলা আবহাওয়া কর্মকর্তা শাহ্ মুহাম্মদ শোয়েব বলেন, ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে চাঁদপুরসহ চট্টগ্রাম বিভাগের জেলা সমূহে নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৪ফুট অধিক উচ্চতায় জোয়ারে প্লাবিত হতে পারে।
এদিকে শহরের পুরাণ বাজার নদী এলাকার ব্যবসায়ী রহমান মুন্সি বলেন, আজকে সকালের জোয়ারে মেঘনা নদীতে প্রায় এক থেকে দেড় ফুট পানি বেড়েছে।