কাঠালিয়ায় বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত
ঝালকাঠি প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে ঝালকাঠির সুগন্ধা-বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে। কাঠালিয়া উপজেলায় বাঁধ ভেঙে পানি ঢুকে গ্রাম প্লাবিত হচ্ছে।
পাশাপাশি জেলার নিম্নাঞ্চলেও পানি ঢুকে পড়ছে।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে উপজেলা পরিষদ ও কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার বিষখালী তীরের বাঁধের এক অংশ ভেঙে পানি ঢুকে বাড়ির আঙিনাসহ তলিয়ে গেছে ফসলের মাঠ।
সকাল থেকেই থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বাতাস বাড়ার সঙ্গে সঙ্গে পানিও বৃদ্ধি পাচ্ছে।
বিষখালী নদী পাড়ের (বাঁধ ভাঙন) বাসিন্দা আ. রব খান জানান, ঝড়-বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ এলে আমারা খুবই আতঙ্কে থাকি।
বিশেষ করে রাতে। ছেলে-মেয়ে নিয়ে বসে থাকি। কখন বাড়ি-ঘর ভেঙে নদীতে চলে যায়। মঙ্গলবার দুপুরে হঠাৎ করে নদীর বাঁধ ভেঙে যেভাবে পানি উঠতেছে এতে খুবই বিপদে আছি।
কাঠালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুর রহমান সাংবাদিকদের জানান, সকাল থেকে তিনি বিভিন্ন এলাকায় গিয়ে খোঁজ-খবর নিয়েছেন। কোথাও কোনো সমস্যা নেই। তবে উপজেলা পরিষদের পিছনের বিষখালী তীরের বাঁধের কিছু অংশ ভেঙেছে। কিন্তু তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় উপজেলায় একটি কন্ট্রোল রুম, ৬টি মেডিক্যাল টিমসহ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ৬৩টি কমিটির সদস্যরা প্রস্তুত রয়েছেন।